নিয়মিত আবৃত্তিচর্চা ও অনুশীলন

মেধা ও সৃজনশীলতার ব্যবহার করে আবৃত্তির কলাকৌশল প্রয়োগের জন্য নিয়মিত আবৃত্তিচর্চা ও অনুশীলন খুব জরুরী। আবৃত্তি একটি শিল্প। কণ্ঠ তার হাতিয়ার। আবৃত্তি শিখতে হলে গভীর মনোনিবেশ আর নিয়মিত চর্চা বা সাধনা প্রয়োজন। অনলাইনে শব্দকল্পদ্রুমের নিয়মিত আবৃত্তিচর্চা ও অনুশীলনের ক্লাস চলতে থাকে বছর জুড়ে। প্রস্তুতি চলে অনলাইন অনুষ্ঠান ও মঞ্চ অনুষ্ঠানের। এভাবেই আপনি আবৃত্তিকার হিসাবে আপনার অভীষ্ট লক্ষে পৌঁছাতে পারেন। হয়ে উঠতে পারেন একজন দক্ষ আবৃত্তিশিল্পী।

শিশু-কিশোর ও বড়দের সাধারণ বিভাগ (আলাদা ব্যাচ)

মেয়াদঃ চলমান।
ক্লাসের মাধ্যমঃ গুগল মিট।

Demo Class

আজই রেজিস্ট্রেশন করুন

অভিজ্ঞ প্রশিক্ষকদের সঙ্গে ঘরে বসেই শেখার সুযোগ। এখনই যুক্ত হোন!

Scroll to Top