শব্দের বুননে সৃজনের দীপ্তিমান অনুরণন : শব্দকল্পদ্রুম।
সংস্কৃতির মাধ্যমে আমরা দূর করতে চাই সকল আঁধার। সুস্থ সংস্কৃতি গড়ে তোলে একটি সুন্দর সমাজ। অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধিসম্পন্ন, মানবিক, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে চাই সুকুমার বৃত্তির বিকাশ। আর সেজন্য প্রয়োজন দক্ষতা এবং প্রশিক্ষণ। সেই কাজটি দায়িত্বশীলতার সাথে পরিচালনা করছে শব্দকল্পদ্রুম। শিশু-কিশোর ও বড়দের জন্য বাংলাদেশে অনলাইনে আবৃত্তি শিক্ষণের প্রথম প্রতিষ্ঠান ‘শব্দকল্পদ্রুম’। সংস্কৃতিবান, সৃজনশীল মনন গঠনে; নিজেকে দক্ষতা সম্পন্ন করে গড়ে তুলতে নিবিষ্টি ও প্রতিশ্রুতিবদ্ধ প্রয়াস-শব্দকল্পদ্রুম।
মিশন, ভিশন, লক্ষ্য
মিশন
শুদ্ধ উচ্চারণে কণ্ঠকে দক্ষ করে গড়ে তোলা, ভাষা ও সংস্কৃতিচর্চায় গড়ে তোলা এক মানবিক ও আত্মপ্রকাশমুখী প্রজন্ম।
ভিশন
শব্দ ও সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে তোলা এক প্রজন্ম, যারা বলবে শুদ্ধভাবে, ভাব প্রকাশে হবে আত্মবিশ্বাসী ও সৃজনশীল।
লক্ষ্য
১০,০০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ, ঘরে শেখার সুযোগ, ব্যাচভিত্তিক কোর্স ও আবৃত্তি কমিউনিটি গড়ে তোলা আমাদের অঙ্গীকার।
প্রধান প্রশিক্ষক
নাজমুল আহসান
সাংস্কৃতিক কর্মী, সংগঠক, প্রশিক্ষক এবং আবৃত্তিশিল্পী। বাংলাদেশের দক্ষিনে বাগেরহাট জেলায় জন্ম এবং বেড়ে ওঠা এখানেই। এখানকার সাংস্কৃতিক পরিবেশ বরাবরই সমৃদ্ধ। তাই পরিবার এবং পরিবেশ শুদ্ধ সংস্কৃতির বীজ বুনে দিয়েছে সেই বেড়ে ওঠার সময়েই।
আবৃত্তির সাথে ভালোবাসা সেই কৈশোর থেকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করে ঐ বয়সেই পেয়েছেন প্রশংসা। ফলশ্রুতিতে কৈশোরের ভালবাসা ‘আবৃত্তি’র সংগে ধীরে ধীরে যুক্ত হয়েছে প্রগাঢ় অনুরাগ আর গভীর মমতা।
বাগেরহাট থিয়েটারের নাট্যকর্মী হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু আশির দশকে। যতটা না আগ্রহ ছিলো অভিনয়ে, তার থেকে বেশী মঞ্চের নেপথ্য কাজে। তবে বাগেরহাট থিয়েটারের পরিবেশনায় অথবা বাগেরহাটের যে কোন আবৃত্তি অনুষ্ঠানে নাজমুল আহসানের আবৃত্তি ছিলো অনিবার্য। আশির দশকে শুরু হয়েছিলো যে যাত্রা নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই যাত্রা হলো আরো বেগবান। আর এই নিরবিচ্ছিন্ন পথ পরিক্রমায় নাজমুল আহসানের কৈশোরের ভালোবাসা ‘আবৃত্তি’ শানিত হয়েছে এবং তার বলিষ্ঠ প্রতিবাদী কন্ঠের আবৃত্তি এনেছে ভিন্ন মাত্রা, দিয়েছে নতুন দ্যোতনা। ঢাকার আবৃত্তি সংগঠন স্বনন এর সংগে যুক্ত হলেন ১৯৯১ সালে। বিস্তৃত হলো পরিধি। অনুশীলন মেধা মনন আর সৃষ্টিশীলতার সমন্বিত প্রয়াসে নাজমুল আহসান হয়ে উঠলেন আরো বিদগ্ধ এক শুদ্ধতম আবৃত্তিকার। আবৃত্তি চর্চার যে বিশাল ক্ষেত্র আজ নির্মিত সেই বির্নিমানে নাজমুল আহসানও একজন কর্মনিষ্ঠ শ্রমিক।
আজই রেজিস্ট্রেশন করুন
অভিজ্ঞ প্রশিক্ষকদের সঙ্গে ঘরে বসেই শেখার সুযোগ। এখনই যুক্ত হোন!
