নাজমুল আহসান

সাংস্কৃতিক কর্মী, সংগঠক, প্রশিক্ষক এবং আবৃত্তিশিল্পী। বাংলাদেশের দক্ষিনে বাগেরহাট জেলায় জন্ম এবং বেড়ে ওঠা এখানেই। এখানকার সাংস্কৃতিক পরিবেশ বরাবরই সমৃদ্ধ। তাই পরিবার এবং পরিবেশ শুদ্ধ সংস্কৃতির বীজ বুনে দিয়েছে সেই বেড়ে ওঠার সময়েই।

আবৃত্তির সাথে ভালোবাসা সেই কৈশোর থেকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করে ঐ বয়সেই পেয়েছেন প্রশংসা। ফলশ্রুতিতে কৈশোরের ভালবাসা ‘আবৃত্তি’র সংগে ধীরে ধীরে যুক্ত হয়েছে প্রগাঢ় অনুরাগ আর গভীর মমতা।


বাগেরহাট থিয়েটারের নাট্যকর্মী হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু আশির দশকে। যতটা না আগ্রহ ছিলো অভিনয়ে, তার থেকে বেশী মঞ্চের নেপথ্য কাজে। তবে বাগেরহাট থিয়েটারের পরিবেশনায় অথবা বাগেরহাটের যে কোন আবৃত্তি অনুষ্ঠানে নাজমুল আহসানের আবৃত্তি ছিলো অনিবার্য। আশির দশকে শুরু হয়েছিলো যে যাত্রা নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই যাত্রা হলো আরো বেগবান। আর এই নিরবিচ্ছিন্ন পথ পরিক্রমায় নাজমুল আহসানের কৈশোরের ভালোবাসা ‘আবৃত্তি’ শানিত হয়েছে এবং তার বলিষ্ঠ প্রতিবাদী কন্ঠের আবৃত্তি এনেছে ভিন্ন মাত্রা, দিয়েছে নতুন দ্যোতনা। ঢাকার আবৃত্তি সংগঠন স্বনন এর সংগে যুক্ত হলেন ১৯৯১ সালে। বিস্তৃত হলো পরিধি। অনুশীলন মেধা মনন আর সৃষ্টিশীলতার সমন্বিত প্রয়াসে নাজমুল আহসান হয়ে উঠলেন আরো বিদগ্ধ এক শুদ্ধতম আবৃত্তিকার। আবৃত্তি চর্চার যে বিশাল ক্ষেত্র আজ নির্মিত সেই বির্নিমানে নাজমুল আহসানও একজন কর্মনিষ্ঠ শ্রমিক।

সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বাগেরহাট থিয়েটার প্রযোজিত ২০ টির অধিক নাটকে অভিনয় করেছেন। অংশগ্রহন করেছেন নাট্যকর্মশালা, গ্রাম থিয়েটার নাট্যকর্মশালা এবং আবৃত্তি কর্মশালায়। গ্রাম থিয়েটারের খুলনা অঞ্চলের সমন্বয়করী হিসাবে নাটকের কাজ নিয়ে ছুটেছেন বিভিন্ন অঞ্চলে। বাগেরহাট থেকে প্রকাশিত সংবাদপত্র ‘দক্ষিন বাংলা’তে সাংবাদিকতা করেছেন প্রকাশনার শুরুর দিকে। সেই সময় সাহিত্যচর্চায়ও সময় কাটতো অনেকটা। পত্রিকায় লেখালেখি করেছেন। সম্পাদনা করেছেন বাগেরহাট থেকে প্রকাশিত লিটল ম্যাগ ‘প্রতিধ্বনি’ ও ‘চোখ’।

প্রকাশিত আবৃত্তি এলবাম

সাংগঠনিক সদস্য

নাটকে অংশগ্রহন

  • বাগেরহাট থিয়েটার কর্তৃক প্রযোজিত ২০টি নাটকে অংশগ্রহন। নাটকের নাম : সেনাপতি, চোর চোর, সাদা বেনিয়ার কালো আইন, জমিদার দর্পন, এখনই ঘাতক, ক্ষ্যাপা পাগলার প্যাচাল, শতাব্দীর পদাবলী, এলেকশান ক্যারিকেচার, একালের তিতুমীর, মিছিল, নীলা, শিরোনামহীন, হট্টমালার ওপারে, মহারাজার গুনকের্তন, বিচ্ছু সহ অন্যান্য।
  • ঢাকা শিল্পকলা একাডেমী কর্তক আয়োজিত আঞ্চলিক ভাষার নাটক বাগেরহাট থিয়েটারের ‘একালের তিতুমীর’ এ অভিনয়। শিল্পকলা একাডেমী মঞ্চ, ঢাকা। ১৯৯১।
  • খুলনা থিয়েটার কর্তৃক আয়োজিত খুলনা রেলওয়ে মঞ্চে ‘এলেকশান ক্যারিকেচার’ নাটকে অন্যতম চরিত্রে অভিনয়।
  • খুলনা থিয়েটার কর্তৃক আয়োজিত খুলনায় সোসাইটি হলে ‘বিচ্ছু’ নাটকে অন্যতম চরিত্রে অভিনয়।
  • সাতক্ষীরায় আয়োজিত নাট্য প্রতিযোগিতায় দলের সমন্বয়কারীর দায়িত্ব পালন।
  • পাবনায় আয়োজিত আন্তঃজেলা নাট্য উৎসবে বাগেরহাট থিয়েটারের নাটক ‘কোর্ট মার্শাল’ দলের সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন ও নাটকের আবহ সংগীত পরিকল্পনা ও প্রক্ষেপনে অংশগ্রহন।
  • খুলনা বেতার আয়োজিত মঞ্চ নাটক
  • বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত বাগেরহাট থিয়েটারের অনুষ্ঠানে অংশগ্রহন।
  • বাগরেহাট থয়িটোর ও ফরদিপুর থয়িটোররে যৌথ প্রযোজনা ‘রাজা গলিগামশে’ নাটকে অন্যতম চরত্রিে অভনিয়ে অংশগ্রহণ।

একক আবৃত্তি অনুষ্ঠান

  • একক আবৃত্তি অনুষ্ঠান
  • বাগেরহাটে প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান : জ্বলে ওঠো সাহসী মানুষ (২০০৭)
  • বিনিদ্র জেগে আছি (শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, পাবলিক লাইব্রেরী, শাহবাগ, ঢাকা। ২০০৮),
  • তোমারেই যেন ভালোবাসিয়াছি (ছায়ানট মিলনায়তন, ছায়ানট ভবন, ধানমন্ডি, ঢাকা। ২০১৪)
  • গেরিলা ৭১ (এসি লাহা হল, সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তন, বাগেরহাট-২০১৫)।
  • বাগেরহাটে  গান কবিতার একক আবৃত্তি অনুষ্ঠান : কালরাত্রিতে আলোর দিশা (এসি লাহা মিলনায়তন, সাংস্কৃতিক ফাউন্ডেশন বাগেরহাট-২০১৬)
  • গানে কবিতায় মুক্তিযুদ্ধ (স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা। ২০১৭

কণ্ঠের মঞ্চে কিছু মুহূর্ত

প্রকাশিত প্রকাশনা

  • সম্পাদনা-আবৃত্তিকলা ও আবৃত্তির নির্বাচিত ১০১ কবিতা। প্রকাশ : বইমেলা ২০১৬
  • বাগেরহাটের সংস্কৃতির চালচিত্র (বাগেরহাটের একাল সেকালের সংস্কৃতির ডকুমেন্টশন) প্রকাশ : নভেম্বর ২০১৬
  • সম্পাদনা- সরকারী পিসি কলেজের শতবর্ষ স্মারক স¥রনকিা ‘চোখ’
  • সম্পাদনা- বঙ্গবন্ধুকে নিবেদিত ১০০ কবির ১০০ কবিতা, শ্রাবন প্রকাশনী।
  • সম্পাদনা-শশিু-কশিোরদরে নরিবাচতি আবৃত্তরি কবতিা। জলধি প্রকাশনী থকেে প্রকাশতি হয় ২০২৩ একুশরে বইমলোয়।
  • সম্পাদনা-দ্বতৈ আবৃত্তি উপযোগী কবতিা সংকলন ‘যুগল জোনাক’ি। জলধি প্রকাশনী থকেে প্রকাশতি হয় ২০২৪ একুশরে বইমলোয়।

সম্মাননা ও অংশগ্রহণ

  • বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মনোনয়নে বাগেরহাট শিল্পকলা একাডেমী ও বাগেরহাট জেলা প্রশাসন কর্তৃক আবৃত্তিশিল্পে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান ২০১৭।
  • ঢাকার আবৃত্তি সংগঠন স্বনন আয়োজিত ৩০০ টির মতো আবৃত্তি প্রযোজনায় অংশগ্রহন।
  • বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহনে আবৃত্তি উৎসবে আবৃত্তি পরিবেশন।
  • বাংলাদশেরে বভিন্নি জলোয় এবং ভারতের টেলিভিশন চ্যানেলসহ আগরতলা, বারাসাত, বারুইপুর ও কলকাতায় বিভিন্নমঞ্চে আবৃত্তি পরিবেশন।
  • বাংলাদশে টলেভিশিন ও বাংলাদশে বতোরে নয়িমতি আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ।
Scroll to Top